রাশিয়ায় ট্রলার ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫৪

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৫ সময়ঃ ৯:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম.

1418454495রাশিয়ায় নাবিকদের বহনকরা ট্রলার ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে এসে দাঁড়িয়েছে। এছাড়া, খনো নিখোঁজ রয়েছেন আরো ২৬ জন। বুধবার কামচাটকা উপদ্বীপে  ‘দালনি ভস্তক’ নামের হিমাগার সমৃদ্ধ ওই ট্রলারটির ক্রুতোগোরোভস্কি বসতি থেকে ৩৩০ কিলোমিটার দূরের ওকোতস্ক সাগরে ডুবে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, ‘ডুবে যাওয়া ওই রুশ ট্রলারের ২৬ নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। এদের খুঁজে বের করতে দুই ডজন নৌকা সাগরে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।’ তবে সাগরের তাপমাত্রা শূণ্য ডিগ্রির নিচে থাকায় এদের বেঁচে থাকার সম্ভাবনাও কম।

সংবাদমাধ্যম জানায়,  ইঞ্জিনের ভেতর পানি ঢুকে গেলে মাত্র ১৫ মিনিটেই ‘দালনি ভস্তক’ ফ্রিজার ট্রলারটি ডুবে যায়।  এ সময় ট্রলারটিতে ১৩২ জন  যাত্রী ছিলেন। ১৩২ জনের  ৭৮ জনেই আবার  রাশিয়ান নাগরিক। বাকিরা লাটভিয়া, ইউক্রেন, মায়ানমার এবং ভানুয়াতুর নাগরিক বলে জানায় সংবাদ মাধ্যমগুলো।তবে দুর্ঘটনায় মারা যাওয়া নাবিকদের পরিচয় জানা যায়নি।

 তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। তবে রুশ ইমারজেন্সি সার্ভিস মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভবত ট্রলারটির হিমাগারে অতিরিক্ত বরফ জমে যাওয়ায় এতে ফাটল ধরেছিল। পরে এটি দিয়ে পানি ঢুকতে শুরু করলে ট্রলারটি সাগরে ডুবে যায়। জীবিতদের উদ্ধারে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে উপস্থিত হলেও, প্রচণ্ড ঠাণ্ডায় পানি বরফ হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G