রাশিয়ায় বিরোধীদলীয় নেতা গুলিতে নিহত
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দলের নেতা বোরিস নেমৎসভকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার মস্কোতে ক্রেমলিন ভবনের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার মস্কোর কেন্দ্রে অবস্থিত ক্রেমলিন ভবনের পাশের রাস্তা ধরে হেঁটে যাবার সময় একটি গাড়ি থেকে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত নেমৎসভ-এর পেছন দিক থেকে গুলি করে পালিয়ে যায়। তার শরীরে পরপর চারটি গুলি করা হয়। পরে তার মৃত্যু হয়।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন নেমৎসভ। এ হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন পুতিন।
হত্যাকাণ্ডের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হয়ে শোক জানিয়েছেন তার একজন মুখপাত্র। হত্যার এই ঘটনাটিকে ‘কন্ট্রাক্ট’ বা চুক্তি করে সম্পন্ন করা হয়েছে বলেও মন্তব্য করেছেন ওই মুখপাত্র।
বিবিসি জানায়, ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, সেটিকে ইউক্রেনে চালানো রাশিয়ার যুদ্ধ হিসেবেই বিবেচনা করতেন নেমৎসভ। এ নিয়ে রোববার আয়োজিত একটি সমাবেশে অংশ নেয়ার জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানিয়ে তার ব্লগে সর্বশেষ পোস্টটি দিয়েছিলেন বোরিস নেমৎসভ।
চলতি মাসের শুরুর দিকে দেয়া এক সাক্ষাতকারে আশঙ্কা করে নেমৎসভ জানিয়েছিলেন- প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো তাকে হত্যা করতে পারেন।
১৯৯০-এর দশকে প্রেসিডেন্ট বোরিস ইয়েলৎসিন-এর সময়ে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন নেমৎসভ।
প্রতিক্ষণ /এডি/কেয়া