রাশিয়ায় যাচ্ছেন কিম জং উন
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
আগামী মে মাসে রাশিয়া সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডন্ট কিম জং উন। রুশ সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি এ সফরে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ। ২০০১ সালের শেষের দিকে ক্ষমতায় আসার পর এটিই হবে তার প্রথম বিদেশ সফর।
চলতি মাসের গোড়ার দিকেই কিমের প্রথম বিদেশ সফরের কথা শোনা গিয়েছিল। মঙ্গলবার এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে তার এ সফরের বিষয়টি নিশ্চিত করেছে ইয়োনহাপ। এর আগে গত ২১ জানুয়ারি রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ এক সংবাদ সম্মেলনে বলেছিলেন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিতে আগামী ৯ মে কিমকে মস্কো সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। উত্তর কোরিয়াও আমাদের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন সার্গেই।
বুধবার ইয়োনহাপ সংবাদ সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিমের মস্কো সফরের বিষয়টি প্রেসিডেন্টের কার্যলয় থেকে নিশ্চিত করা হয়েছে। সবমিলিয়ে বিশ্বের ২০টি দেশের সরকার প্রধান রাশিয়ার ওই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। এদের মধ্যে কেবল প্রেসিডেন্ট কিম জংয়ের অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
প্রতিক্ষণ/এডি/সুমন