রাশিয়া হামলা করেছে পশ্চিম ইউক্রেনে

প্রকাশঃ ডিসেম্বর ৮, ২০২২ সময়ঃ ১১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৩ অপরাহ্ণ

রাশিয়ার সেনারা পশ্চিম ইউক্রেনের বাড়িঘরে হামলা চালিয়েছে। দেশটির কর্মকর্তারা বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এই দাবি করেছে।

ওই অঞ্চলের স্থল ও আকাশ আকাশ অংশে এই হামলা চালানো হয়।
যুদ্ধে ইউক্রেনে রাশিয়ার দাবি করা ভূমির সুরক্ষা নিশ্চিতে ক্রেমলিনের মদদে এই হামলা চালানো হয়েছে বলে দাবি কর্মকর্তাদের।

দোনেৎস্ক অঞ্চলের সীমানারেখা বরাবর দুই পক্ষের মধ্যে লড়াই চলছিল। সামনের সারির শহর আভদিভকা শহরে রাশিয়ান ট্যাঙ্ক থেকে বৃহস্পতিবার সকালে গোলাবর্ষণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের মুখপাত্র তাতিয়ানা ইগনাচেনকো।

বিলোহোরিভকা গ্রামের দখল নেওয়ার চেষ্টায় লিসিচানস্ক শহরের কাছে রাশিয়া বিশালসংখ্যক সেনা মোতায়েন করেছে। লুহানস্কের গভর্নর এই কথা জানান। আরেকটি অঞ্চলে যুদ্ধরত একজন কমান্ডার বলেন, রাশিয়ার উড়োজাহাজ হামলার তীব্রতা ভয়াবহ।

লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই ইউক্রেনের একটি টিভি চ্যানেল বলেন, বিলোহোরিভকা গ্রামের দখল নেওয়ার চেষ্টায় আরও মজুদ সৈন্য আনছে। একের পর এক হামলা চলছে।

ক্রেমলিন বৃহস্পতিবার বলেছে, পশ্চিম ও দক্ষিণ ইউক্রেনে নিজেদের দাবি করা অঞ্চলের কমপক্ষে সিংহভাগের নিরাপত্তা নিশ্চিতে সৈন্যরা অগ্রসর হয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G