রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে ‘পর্যবেক্ষক’

প্রকাশঃ নভেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ৯:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bankবাংলাদেশ ব্যাংকের চারজন নির্বাহী পরিচালককে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান জানান, নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরীকে সোনালী ব্যাংকে, আহমেদ জামালকে জনতা ব্যাংকে, রূপালী ব্যাংকে আব্দুর রহিম এবং অগ্রণী ব্যাংকে নির্মল চন্দ্র ভক্তকে নিয়োগ দেয়া হয়েছে।

এই চারটি ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের করা সমঝোতা চুক্তি অনুযায়ী ব্যাংকগুলোর আর্থিক সূচকে উন্নতি না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চলতি বছরের ৮ এপ্রিল সচিবালয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, সরকারি এসব ব্যাংকে ব্যবস্থাপনায় সুশাসনের অভাব দেখা দিয়েছে, যা আর্থিক ভিত্তি সুদৃঢ় করা এবং আমানতকারীদের আস্থা বজায় রাখার ক্ষেত্রে অন্তরায়। এজন্য ব্যাংকগুলোতে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হলো।

গত বুধবার কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত পৃথক চারটি চিঠি ব্যাংক-কোম্পানি আইনের ৪৯ ধারা অনুসারে ব্যাংকগুলোর চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। পাঠানো চিঠিতে বলা হয়েছে, পর্যবেক্ষকরা ব্যাংকের পরিচালনা পর্ষদ, ক্রেডিট ও অডিট কমিটিসহ গুরুত্বপূর্ণ সব বৈঠকে উপস্থিত থাকবেন। এছাড়া যেকোনো বৈঠক অনুষ্ঠিত হওয়ার তিন কর্মদিবস আগে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যবেক্ষকের কাছে পাঠাতে হবে। ব্যাংকের আর্থিক সূচক উন্নত না হওয়া পর্যন্ত পর্যবেক্ষক সার্বক্ষণিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G