রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৪ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষন ডটকম

tribunal nnমুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সুবহানের ফাঁসির আদেশে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

রায় ঘোষণার পর সাংবাদিকদের রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ সীমন বলেন, ‘এ রায়ে জাতির সঙ্গে আমরাও সন্তুষ্ট।’

তিনি বলেন, ‘আদালত তার রায়ে বলেছেন, সুবহানের অপরাধের মাত্রা এত বেশী যে, তার বয়সের বিবেচনা করে শাস্তি দেওয়া হয়নি। তাই তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’

একই সঙ্গে এই রায়ে জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবেও উল্লেখ করা হয়েছে বলে জানান সুলতান মাহমুদ সীমন।

চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার সকাল ১১টা ৫০ মিনিটে এ রায় ঘোষণা করেন। অপর দুই বিচারপতি হলেন— বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলাম।

আব্দুস সুবহানের বিরুদ্ধে আনা ৯টি অভিযোগের ৬টি প্রমাণিত হয়। এর মধ্যে ১, ৩ ও ৬নং অভিযোগে তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল।

প্রতিক্ষণ /এডি/রাহাত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G