রিক্সা চালিয়ে চীন থেকে লন্ডন

প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ৮:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

londonপৃথিবীতে প্রতিনিয়ত নানা বিস্ময়কর মজার ঘটনা ঘটছে। এমন সব ঘটনা শুনে ভ্রু ‘কুচকে মনের ভেতর একটা প্রশ্নই উঁকিঝুঁকি মারে, আসলেই কি সম্ভব ? হ্যাঁ আসলেই সম্ভব।

বেইজিং আর লন্ডনের মধ্যে সেতুবন্ধন তৈরী করতে, চীনের ৫৭ বছরের কৃষক চেন গুয়ানমিং দুই বছর আগে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন রিকশা নিয়ে।

৬০ হাজার  কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৬টি দেশ ঘুরে লন্ডন অলিম্পিকের উদ্বোধনের আগে সেখানে পৌঁছান তিনি । এ যাত্রায় তাকে বন্যা, প্রচন্ড গরম, শুকনো আবহাওয়া সবই সহ্য করতে হয়েছে।

দীর্ঘ এই ভ্রমণের প্রমাণ হিসেবে তার পাসপোর্টে আছে ভিন্ন ভিন্ন দেশের ভিসা।

এই পরিশ্রম এবং অলিম্পিকের প্রতি এই ভালবাসায় মুগ্ধ হয়ে লন্ডনবাসী চেনকে আগ্রহভরে বরণ করে নেয়।  এমনকি মুগ্ধও হয়েছেন লন্ডনবাসীর আতিথেয়তায়।

তথ্য সূত্র: ইন্টারনেট

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G