রিজার্ভ কেলেঙ্কারিতে দেশীয় সংশ্লিষ্টতা যাচাই

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৬ সময়ঃ ৩:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

photo-1459243051বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ আত্মসাতের সাথে বাংলাদেশের কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিবোধী সমাবেশ ও মানববন্ধন শেষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ একথা জানান।

দুদক চেয়ারম্যান বলেন, ‘রিজার্ভের টাকা আত্মসাতের ঘটনায় দেশ-বিদেশের বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। দুদক তদন্তগুলোর ফলাফল যাচাই করে নিজেদের কর্মপদ্ধতি ঠিক করবে। তিনি জানান, প্রচার-প্রচারণার মাধ্যমে মানুষকে সচেতন করতে পারলে সমাজ থেকে দুর্নীতি কমবে। এর আগে দুদক চেয়ারম্যান দুর্নীতি সপ্তাহের অংশ হিসেবে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। এটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে দুর্বৃত্তরা। এর মধ্যে আট কোটি ১০ ডলার যায় ফিলিপাইনে ও দুই কোটি যায় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা থেকে অর্থ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ চুরির ঘটনার জের ধরে সম্প্রতি গভর্নর পদ থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান।

======

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G