রিভিউ করার পরামর্শ দিলেন মুজাহিদ
নিজস্ব প্রতিবেদক
রায় পুনর্বিবেচনার (রিভিউ) করতে তার আইনজীবীদের পরামর্শ দিয়েছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। শনিবার কারাগারের ভেতরে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা মুজাহিদের সঙ্গে কথা বলেন তার পাঁচ আইনজীবী।
মুজাহিদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করতে গেলে পাঁচ আইনজীবীকে এ পরামর্শ দেন তিনি। পাঁচ আইনজীবীরা হলেন- শিশির মোহাম্মদ মনির, মশিউল আলম, কামাল উদ্দিন, নজিবুর রহমান এবং মতিউর রহমান আকন্দ।
বেলা এগারটা ৫ মিনিটে জেলগেটে পৌঁছে তারা কারাগারের ভেতরে যান। বেলা এগারটা ৫৪ মিনিটে বাইরে বের হয়ে আসেন তারা। জেলগেটে শিশির মোহাম্মদ মনির সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকে ১৫ দিনের মধ্যে রিভিউ করা যাবে। সে সময়ের মধ্যেই রিভিউ করার পরামর্শ দিয়েছেন তিনি। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আইনজীবীদের ফের দেখা করতেও বলেছেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশির মোহাম্মদ মনির বলেন, তিনি আমাদেরকে বলেছেন, তাকে সুনির্দিষ্টভাবে কি অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে তা তার কাছে বোধগম্য হয়নি। তিনি সুস্থ-সবল আছেন বলেও দাবি করেন মুজাহিদের এই আইনজীবী।
গত মঙ্গলবার (১৬ জুন) আপিল মামলার চূড়ান্ত রায়ে ট্রাইব্যুনালের দেওয়া মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন সু্প্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ মুজাহিদের আপিল আংশিক মঞ্জুর করে বুদ্ধিজীবী হত্যার দায়ে তার মৃত্যুদণ্ড বহাল রাখেন। ২০১৩ সালের ১৭ জুলাই এ রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর