রিভিউ করা হবে : সাকার আইনজীবী
নিজস্ব প্রতিবেদক
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বুধবার সকালে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।
খন্দকার মাহবুব বলেন, এই রায়ে সাকা চৌধুরীর পরিবার হতাশ। রায়ের কপি পাওয়ার পর এই রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির সাবেক সংসদ সদস্য সাকা চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই বছরের ২৯ অক্টোবর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন তিনি।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর