রিভিউ শুনানির পর প্রাণভিক্ষার সিদ্ধান্ত :আইনজীবী

প্রকাশঃ এপ্রিল ৪, ২০১৫ সময়ঃ ১২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bccnews24.com-kamrujjaman-400x330 মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সিদ্ধান্ত রিভিউ শুনানির পর নেওয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

কামারুজ্জামানের সঙ্গে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান শিশির মনির।

শনিবার বেলা ১১টা ৫ মিনিটে অ্যাডভোকেট শিশির মনিরসহ কামারুজ্জামানের পাঁচ আইনজীবী কারাগারে যান। বেলা ১১টা ৫৫ মিনিটে সাক্ষাৎ শেষে তারা কারাগার থেকে বের হন।

শিশির মনির আরো জানান, আগামীকাল তার রিভিউ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি নিষ্পত্তি হওয়ার পর আবারও তিনি আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করে পরবর্তী পদক্ষেপ নেবেন।

এর আগে আইনজীবীরা কয়েক দফায় কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ কামারুজ্জামানের মামলার পূর্ণাঙ্গ রায় দেন।

এর আগে গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া মৃত্যুদন্ডের রায় বহাল রেখে এ রায় ঘোষণা করেন আপিল বিভাগ।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G