রিশা হত্যা: ওবায়দুল ৬ দিনের রিমান্ডে

প্রকাশঃ সেপ্টেম্বর ১, ২০১৬ সময়ঃ ৫:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

yy

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার মূল আসামি ওবায়দুল খানের ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

ওবায়দুলকে বৃহস্পতিবার  আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রমনা বিভাগের এই উপ-কমিশনার জানান, রিমান্ডে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারসহ হত্যাকাণ্ডের নেপথ্যে ওবায়দুলের কী পরিকল্পনা ছিল,কতদিন ধরে ও কেন রিশাকে উত্ত্যক্ত করেছে তা জানতে চাওয়া হবে।

ওবায়দুলের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করে এ মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আলী হোসেন।

উইলস লিটল ফ্লাওয়ারের অষ্টম শ্রেণির ছাত্রী রিশা (১৪) গত বুধবার স্কুলের সামনের ফুটওভারব্রিজে এক যুবকের ছুরিকাঘাতে আহত হয়। তিনদিন পর রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই ঘটনায় রিশার মা তানিয়া বেগম রমনা থানায় একটি মামলা করেন, যাতে এলিফ‌্যান্ট রোডের বিপণি বিতান ইস্টার্ন মল্লিকার বৈশাখী টেইলার্সের কর্মী ওবায়েদকে আসামি করা হয়।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G