রিয়েল এস্টেট চাঙ্গায় সুপারিশমালা

প্রকাশঃ মে ২৫, ২০১৫ সময়ঃ ১২:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

real estate২০১৫-১৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে দেশের গৃহায়ণ শিল্পের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে ৫টি সুপারিশ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

রোববার সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল একটি লিখিত সুপারিশমালা তুলে দেন।

রিহ্যাবের ৫টি সুপারিশের মধ্যে রয়েছে- আবাসন শিল্প রক্ষায় হাউজিং লোন নামে বিশ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন, অবৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত অর্থ কোনো প্রশ্ন ছাড়াই ভবন-অ্যাপার্টমেন্টে বিনিয়োগের সুযোগ দেয়া, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন রেজিষ্ট্রেশন কর ৪ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ, স্ট্যাম্প ফি ৩ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ এবং মূল্য সংযোজন কর ৩ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ নির্ধারণ করা, গৃহায়ণ শিল্পের উদ্যোক্তাদের জন্য প্রযোজ্য আয়কর হ্রাস ও বিনা শুল্কে ভবনের অগ্নিনিরাপত্তা সংক্রান্ত যন্ত্রপাতি আমদানির অনুমতি দেয়া।

এসময় তারা রিয়েল এস্টেট এবং হাউজিং ব্যবসার বর্তমান হাল চিত্র তুলে ধরে সরকারকে এ খাতে বিশেষ নজর দেয়ার আহবান জানান।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G