বিশ্বের প্রথম ভার্চুয়াল রিয়্যালিটি স্মার্টফোন

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৭ সময়ঃ ৯:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্রোট্রুলি তাদের নতুন স্মার্ট ফোন ‘ডার্লিং’-এ চমক হিসেবে যুক্ত করেছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা। বলা হচ্ছে, এটিই বিশ্বের প্রথম ভিআর ( ভার্চুয়াল রিয়্যালিটি ) স্মার্টফোন’।

এই স্মার্টফোনটির বিল্ট-ইন ৩৬০ ডিগ্রি ক্যামেরা দিয়ে খুব সহজেই ভিআর ছবি কিংবা ভিডিও ধারণ করে, তা দেখা যাবে গোলাকৃতির একটি ফ্রেমে। তবে, সম্পূর্ণভাবে ৩৬০ ডিগ্রি ভিডিও কিংবা ছবি উপভোগ করতে ব্যবহার করতে হবে ভিআর হেডসেট।

ইউটিউব কিংবা অন্যান্য মাধ্যম, যেখানে ৩৬০ ডিগ্রি ফাইল সাপোর্ট করে সেখানে ভিডিও বা ছবি আপলোড করার সুবিধাও থাকছে ফোনটিতে।

৫.৫ ইঞ্চি পর্দার ১০৮০ ফুল এইচডি ডার্লিং স্মার্টফোনের সামনে ও পেছনে ৩৬০ ডিগ্রি ক্যামেরার পাশাপাশি রয়েছে ১৩ মেগাপিক্সেলের সাধারণ ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

এছাড়াও থাকছে মিডিয়াটেক প্রসেসর, ৩৫৬০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি, ফিংগারপ্রিন্ট স্ক্যানার, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজসহ আধুনিক সব ফিচার। অ্যানড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমচালিত ডার্লিং স্মার্টফোনের দুটি সংস্করণ তৈরি করেছে প্রোট্রুলি।

সাধারণ সংস্করণের সঙ্গে তৈরি করা হয়েছে একটি শৌখিন সংস্করণ। যেখানে থাকছে স্বর্ণের তৈরি ফ্রেম, প্রিমিয়াম লেদার এবং চারটি হীরক খন্ড। শুধু চীনের বাজারেই পাওয়া যাবে স্মার্টফোন দুটি। এর সাধারণ সংস্করণের দাম হবে ৬০০ মার্কিন ডলার এবং অন্য সংস্করণটির দাম হতে যাচ্ছে ১৩০০ মার্কিন ডলার।

 

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G