রুপচর্চায় পাখির মল!

প্রকাশঃ মে ৩১, ২০১৫ সময়ঃ ৮:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫১ পূর্বাহ্ণ

bird-poop-facialরঙ ফর্সা করতে প্রসাধনী নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো ক্রিমের সঙ্গে মধু, পেঁপে, দুধ, বাদাম আরো কি মিশিয়েছে তার ইয়ত্তা নেই। তবে এই তালিকায় কয়েকশ বছর ধরে রয়েছে পাখির মল। জাপানের কিছু কিছু মহিলা রূপ চর্চার জন্য পাখির মল দিয়ে নিয়মিত ফেসিয়াল করে থাকেন। অদ্ভুত এই ফেসিয়ালের নাম “uguisu no fun”।

জাপানি গেইশা সুন্দরি এবং কাবুকি নৃত্য শিল্পীরা তাদের চেহারায় লাবণ্য আনতে ব্যবহার করতেন পাখির মল। সম্প্রতি বৃটিশ সেলিব্রেটি ভিক্টোরিয়া বেকহ্যামও তার চেহারায় লাবন্য বাড়াতে বিশেষ এই ফেসিয়াল ব্যবহার করা শুরু করেছেন।

জাপানি বুশ ওয়ার্বলার নামক একটি বিশেষ পাখির মল শুকিয়ে এক ধরণের সাদা পাউডার তৈরি করা হয়,  পরে এই মলের পাউডারের  সঙ্গে মেশানো হয় ফলের রস এবং তেল। এর সাথে পানি মিশিয়ে পেষ্ট করে তারপর ব্যাবহার করা হয়।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G