রূপচর্চার কিছু ভুল ধারণা

প্রকাশঃ ডিসেম্বর ১০, ২০১৫ সময়ঃ ১০:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Rupcocra

রূপচর্চার ক্ষেত্রে অনেক ভুল ধারণা রয়েছে যা আমরা অনেকেই বিশ্বাস করি। কিন্তু এসব ধারণা অনেক ক্ষেত্রেই সত্য নয়। তাই আসুন জেনে নিই রূপচর্চার এমনই কিছু ভুল ধারণা সম্পর্কে।

– নিয়মিত শ্যাম্পুর ব্র্যান্ড পরিবর্তন না করলে তা কাজ করে না- এটা পুরোপুরি ঠিক না। কেউ চাইলে এক শ্যাম্পুই সব সময় ব্যবহার করতে পারেন। পরিবর্তন করে ব্যবহার না করলে তা কাজ করবে না—এ কথা সঠিক নয়।

– রাতে মাথায় তেল দিয়ে শক্ত করে বেণি করে রাখলে চুল দ্রুত লম্বা হয় এই ধারণাও ভুল। বরং প্রতি রাতে চুল শক্ত করে বেঁধে রাখলে চুলের গোড়া নরম ও দুর্বল হয়ে যায়।

– অনেকে বলেন, একটি পাকা চুল তুললে সেই জায়গায় আরও দুটি পাকা চুল ওঠে। তবে এটা একেবারেই ভুল ধারণা। পাকা চুল তুলে ফেলার কারণে সেখানে আরো বেশি পাকা চুল উঠার কোনো সম্ভাবনা নেই।

– ছোটবেলায় চুল বারবার ন্যাড়া করে দিলে চুল ঘন হয়-এই ধারণা সঠিক নয়। কারণ, মানুষের মাথার ত্বকে চুলের (হেয়ার ফলিকল) সংখ্যা জন্মগতভাবে যা থাকে, তার চেয়ে কখনোই বৃদ্ধি পায় না। তাই ন্যাড়া করলেই চুল ঘন হবে, এটা ভাবা ভুল।

– নিয়মিত লিপস্টিক লাগালে ঠোঁটের রং কালচে হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া লিপস্টিক ব্যবহার করেন তাহলে এমনটা ঘটতে পারে।

– অনেকে বলেন, তিন মাস অন্তর চুলের আগা না ছাঁটলে চুল লম্বা হয় না। তবে এটা ঠিক নয়। কারণ, চুল বাড়ে গোড়ার দিক থেকে, আগার দিক থেকে নয়।

– আমরা প্রায়ই বলি, চকলেট খেলে ত্বকে ব্রণ হয়। তবে এটা নির্ভর করে ব্যক্তির ওপর। কারও চকলেটে অ্যালার্জি থাকলে এমন হতে পারে।

– রাতে ঘুমানোর আগে মুখে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখলে বলিরেখা দূর হয়। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে। তবে সম্পূর্ণভাবে বলিরেখা দূর করতে সক্ষম নয়।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G