রূপচর্চায় কাদা!

প্রকাশঃ মে ২, ২০১৬ সময়ঃ ৭:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

A beautiful young brunette woman having a chocolate face mask applied by a beautician

ঠিকই পড়েছেন শিরোনামটি। যে কাদাকে আমরা সাধারণত নোংরা হিসেবে বিবেচনা করেই অভ্যস্ত, সেই কাদা কিন্তু আপনাকে সুন্দর করতে অর্থ্যাৎ আপনার রূপচর্চায় দারুণ কাজে আসে। যারা কঠিনভাবে রূপচর্চার ব্যাপার-স্যাপারগুলোর খোঁজ রাখেন তারা হয়তো বিষয়টা জানেন। তবে রূপচর্চার নভিসরা বিষয়টা নাও জানতে পারেন। তাদের জন্যই আজকের এই প্রতিবেদন। দেখে নিন কাদা অর্থ্যাৎ মাড মাস্ক বা মাড ফেসিয়াল আপনার সৌন্দর্য বৃদ্ধিতে কীভাবে সহায়তা করে।

১। চামড়ার বয়স্ক ভাব কমাতে কাদার প্যাক খুবই উপকারি। কারণ কাদার প্রলেপ অ্যান্টি এজিংয়ের কাজ করে।
২। কাদা ত্বকের কালো ছোপ দূর করতে সাহায্য করে।
৩। শুষ্ক ত্বকের জন্য কাদার প্যাক বা মাড প্যাক খুবই উপকারি। শুষ্ক ত্বককে রাখে সতেজ রখে কাদা।
৪। রুক্ষ, স্বাস্থ্যহীন ত্বকের জন্যেও মাড মাস্ক খুবই উপকারী।
৫। অন্যদিকে তৈলাক্ত ত্বকের জন্যও কিন্তু কম কার্যকরী নয় মাড মাস্ক। ব্রণ তৈলাক্ত ত্বকের প্রধান সমস্যা। কাদার প্রলেপ ব্রণ দূর করতেও সহায়তা করে।
৬।ব্রণের দাগও দূর করে থাকে এই মাড মাস্ক।
৭। মাড মাস্কের উপকারিতার যেন শেষ নেই। চামড়ার রোদে পোড়া ভাবও দূর করে মাড মাস্ক।
৮। এছাড়া দূষণ প্রতিরোধক হিসেবেও কাজ করে কাদামাটির মাস্ক। দূষন থেকে ত্বক বাঁচাতে মাড মাস্ক খুবই উপকারী।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G