রেড নটিশ বাতিলের সদোউত্তর পায়নি পুলিশ

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৬ সময়ঃ ১১:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

images (5)বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) রেড নোটিশ বাতিলের কারণ সম্পর্কে সংস্থাটির কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।

গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, তারেক রহমান ‘প্রটেকটিভ স্ট্যাটাস’-এ আছেন বলে ইন্টারপোল জানিয়েছে। এই ‘প্রটেকটিভ স্ট্যাটাস’ সম্পর্কে বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের কাছে জানতে চাইলে তারা সন্তোষজনক জবাব দেয়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক আশ্রয়ের মতো ‘প্রটেকটিভ স্ট্যাটাস’ বিদেশে আশ্রয় গ্রহণের একটি উপায়।

তবে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, যে মামলায় তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল, তা রাজনৈতিক মামলা নয়। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পলাতক আসামি হিসেবে বাংলাদেশ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছিল।

এর আগে গত ২০ মার্চ রেড নোটিশ তালিকা থেকে তারেক রহমানের নাম সরিয়ে নেয় ইন্টারপোল। রেড নোটিশে তারেক রহমানের নাম-পরিচয় দিলেও তা জারির তারিখ উল্লেখ ছিল না। ইন্টারপোলের নোটিশে মামলার কথাও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

ইন্টারপোলের ওয়েবসাইটে এখনো ৬৩ বাংলাদেশির নাম রেড নোটিশ তালিকায় রয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G