রোগা হলেই কি ডাইবেটিস হবে না?

প্রকাশঃ নভেম্বর ৬, ২০১৬ সময়ঃ ৯:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৩ পূর্বাহ্ণ

diabetesসারা বিশ্বে ক্রমশ বেড়ে চলা ডায়বেটিসের প্রকোপে আশঙ্কার কারণ দেখছেন গবেষকরা। এত দিন পর্যন্ত অতিরিক্ত ওজনকে ডায়াবেটিসের অন্যতম কারণ মনে করা হলেও চিকিৎসকরা জানাচ্ছেন, সারা বিশ্বে রোগা মানুষদের মধ্যেও ক্রমশ প্রকোপ বাড়ছে ডায়াবেটিসের।

সেল মেটাবলিজম অনলাইন জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে শরীরে সেরামিডস নামক টক্সিক ফ্যাট কোষ থাকলে শরীরে স্বাভাবিক ফ্যাটের কার্যকারিতা কমে যায়।

এই সেরামিডস শরীরে ইনসুলিন তৈরি হতে দেয় না। কিছু কিছু রোগা মানুষের শরীরে ক্যালোরি সহজে সেরামিডসে পরিণত হতে পারে। যার ফলে তারা ডায়াবেটিসে আক্রান্ত পারেন।

এই গবেষণার মুখ্য গবেষক মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ ইউনিভার্সিটির অ্যাসিসট্যান্ট ভগীরথ চৌরাসিয়া জানান, কিছু রোগা মানুষের শরীরে বংশগত কারণে সেরামিডস ক্ষরণ হয় যার ফলে তারা ডায়াবেটিস, ফ্যাটি লিভারের মতো রোগ আক্রান্ত হন।

 

 

প্রতিক্ষণ/এডি/তাজিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G