রোগ প্রতিরোধে কফি

প্রকাশঃ সেপ্টেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ১১:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৮ অপরাহ্ণ

ফারজানা ওয়াহিদ

kofi1

কফির গুণাগুণ সম্পর্কে না জেনেই অনেকে কফি না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। অতিরিক্ত কফি খাওয়া খারাপ হলেও এটি পরিমিত হারে খেলে দারুণ উপকারে আসে। যুক্তরাজ্যে ৪ লাখ মানুষের উপর ১৩ বছর ধরে এক গবেষণা চালিয়ে দেখা গেছে, কফি আমাদের অনেক রোগ প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জেনে নিই কফির গুণাগুণ সম্পর্কে-

১। নিয়মিত কফি খেলে অকালে মৃত্যুর হার ১৬ শতাংশ রোধ করা সম্ভব।

২। দিনে ৪ কাপ কফি খেলে মহিলাদের পিত্তের পাথর সমস্যা ২৫ শতাংশ কমে আসে।

৩।  কফিতে বিদ্যমান ক্যাফেইন স্মৃতিভ্রষ্টতা বা অ্যালজেইমার্স প্রতিরোধ করে।

৪। সবুজ কফি শরীরে মেটাবলিজমের হার বাড়িয়ে ডায়াবেটিস ও স্থূলতা প্রতিরোধ করে।

৫। বয়স্কদের পেশি জমাট বাঁধা রোগ সারাতে কফি কাজে আসে।

৬। গবেষণায় দেখা গেছে ফল ও সবজির চেয়ে কফিতে বেশি পরিমাণে রক্ত পরিষ্কারক অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে।

৭। কফির উপকারিতা পেতে হলে এতে কম পরিমাণে চিনি ও ক্রিম মিশিয়ে খান। কিন্তু পর্যাপ্ত পানি খেতে হবে।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G