রোজা রাখলেন হিন্দুরা!

প্রকাশঃ জুলাই ১১, ২০১৫ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

রোজাঅসাম্প্রদায়িক ভাব বজায় রাখতে রোজা রাখলেন কয়েকজন ভারতীয় হিন্দু। দেশটির সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মারকান্ডে কাটজুর আহ্বানে রোজা রাখেন এই হিন্দুরা।

চলতি রমজানে জুনের ৩০ তারিখ মুসলমানদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে তিনি ফেসবুকে হিন্দুদের রোজা রাখার আহ্বান জানান।

তার মতে, রমজান মাসের অন্তত একদিন যেন রোজা রাখেন হিন্দুরা। তার এ ডাকে সাড়া দেন অনেকেই। জুলাইয়ের ৪ তারিখ তারা রোজা পালন করেন।

ঐ সময় তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থান করছিলেন। তার সঙ্গে আরও কয়েকজন ভারতীয় হিন্দু যোগ দেন।

ঐ দিন স্থানীয় সময় ভোর সাড়ে তিনটায় সেহেরি সারেন কাটজু ও তার সঙ্গীরা। পরে তারা সাইয়েদ আলি নামে সেখানকার এক মুসলিম ব্যক্তির বাড়িতে খেজুর দিয়ে ইফতার সারেন।

কাটজুর মতে, মুসলমানদের ‘সন্ত্রাসী’ হিসেবে যে প্রচারণা চালানো হয় তা তিনি বিশ্বাস করেন না।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G