রোবট যখন বাইক চালক
প্রতিক্ষণ ডেস্ক
গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান- ইয়ামাহা মোটর্স জানিয়েছে, তারা এমন একটি রোবট তৈরিতে কাজ করছে যা খুব দ্রুত গতিতে যেকোনো ধরনের মোটর বাইক চালাতে পারবে।
রাজধানী টোকিওতে একটি গাড়ি প্রদর্শনীতে জাপানি এই প্রতিষ্ঠানটি এধরনের রোবটের একটি পরীক্ষামূলক নমুনা তুলে ধরেছে।
বর্তমানে এটি মানুষের নিয়ন্ত্রণের ওপর নির্ভর করছে কিন্তু ইয়ামাহার কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে এটি নিজে নিজেই সবকিছু করতে পারবে- অর্থাৎ কখন গতি বাড়াতে বা কমাতে হবে এবং প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নিতে হলে সে একাই সেটা নিতে পারবে।
প্রকৌশলীরা বলছেন, বর্তমানে যে অ্যান্ড্রয়েড মোটরবাইক চালাচ্ছে সেটিকে রিমোট কন্ট্রোলের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। এবং এজন্যে বিশেষ ধরনের মোটর বাইকের দরকার হয়, ভারসাম্য বজায় রাখার জন্যে যাতে স্টেবিলাইজার লাগানো থাকে।
তবে ইয়ামাহা বলছে, এখন তাদের লক্ষ্য হচ্ছে এমন একটি যন্ত্র তৈরি করা যা নিজে নিজেই ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে মোটরবাইক চালাতে পারবে।
রোবটিক্স বিশেষজ্ঞ প্রফেসর নোয়েল শারকি বলেছেন, “রোবটিক্সের জগতে এটা সত্যিই বড়ো রকমের অগ্রগতি।একটা রোবটকে ভারসাম্য বজায় রেখে ঠিকঠাকমতো হাটাতেই অনেক সময় লেগে গেছে। তবে একটি রোবট যখন মোটর বাইকের ওপর বসে ভারসাম্য বজায় রাখবে এবং ও যানটিকে নিয়ন্ত্রণ করবে তখন সেই কাজটা হবে আসলেই কঠিন। আমি বলবো, প্রকৃত অর্থেই এটা হবে বিশাল একটা অর্জন।”
প্রতিক্ষণ/এডি/বিএ