রোববার থেকে ফের ৭২ ঘন্টার হরতাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৬:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (1)আগামী ২২ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

একইসঙ্গে সোমবার সারা দেশে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিল আহ্বান করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, সরকারপ্রধান এবং নেতা-মন্ত্রী-প্রতিমন্ত্রীগণ অবিরাম মিথ্যাচারের আশ্রয় নিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে নাশকতা ও জঙ্গিরূপে উপস্থাপনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ইতিপূর্বে অনেকবার এ ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করেছি।

 সরকারদলীয় লোকজন এবং এজেন্টরা সুপরিকল্পিতভাবে এসব পেট্রল বোমাবাজিসহ অন্যান্য নাশকতায় ধরা পড়লেও তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। গতকাল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু নিয়ে মিথ্যাচার করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিকে বিশ্বের কাছে লজ্জিত করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই।’

বিবৃতিতে চলমান সব নাশকতা ও পেট্রল বোমাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুষ্ঠু তদন্ত দাবি করা হয়। বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিরোধীদলীয় রাজনৈতিক নেতা-কর্মীসহ নিরপরাধ মানুষকে ধরে নিয়ে যেভাবে গণহত্যা, গুম, অপহরণ এবং গুলি করে পঙ্গু বানানো হচ্ছে, তার প্রতিটি কর্মকাণ্ডের জন্য হুকুমদাতা হিসেবে প্রধানমন্ত্রী দায়ী থাকবেন।

একই সঙ্গে বিবৃবিতে সব গুম, খুন, অপহরণ ও মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক পর্যায়ের তদন্ত চাওয়া হয়।

প্রসংগত, আগাম নির্বাচনের দাবিতে গত জানুয়ারি মাস থেকে টানা অবরোধ চালিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। অবরোধ শুরুর প্রথম থেকেই বিভিন্ন জেলায় পৃথকভাবে হরতালও পালন করেছে এই জোট। তবে জানুয়ারির শেষ থেকে চলছে অবরোধের সঙ্গেই দেশব্যাপী টানা হরতাল। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া এ মাসের প্রতিদিনই হরতাল করেছে বিএনপি জোট।

প্রতিক্ষণ/এডি/রাখি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G