রোববার থেকে ৩৬ ঘণ্টার হরতাল রাজশাহী বিভাগে
রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল মনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে।
সেইসঙ্গে ছাত্রদল সহ-সভাপতিকে কথিত বন্দুকযুদ্ধের নামে গুলি করে হত্যা করা হয়েছে। আরো দুইজন ছাত্রদল নেতা র্যাব কর্তৃক অপহৃত হওয়ার পর নিখোঁজ রয়েছে। এছাড়াও বিভিন্ন উপজেলার সভাপতিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও তাদের গ্রেফতার, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বেআইনীভাবে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুপ্তঘাতক দিয়ে গুলি করে হত্যা করার প্রচেষ্টা ও বিরোধীদলের সভা সমাবেশ নিষিদ্ধ করে বর্তমান সরকার একদলীয় সরকার কায়েম করেছে। এসবের প্রতিবাদে আগামী ১৮ ও ১৯ জানুয়ারি রাজশাহী বিভাগে ৩৬ ঘণ্টার হরতাল আহবান করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/মমিনুল