রোববার দেশব্যাপী বিএনপির বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে রোববার ঢাকাসহ সারা দেশে একযোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এই কর্মসূচির কথা জানান তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে ‘অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি টিচার’ নামের একটি সংগঠন।
এর আগে সকালে ‘রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি নাশকতা সামগ্রীর খোঁজে’ পুলিশ রাজধানীর গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালায়।
প্রত্যক্ষদর্শী ও বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার কিছু আগে আকস্মিকভাবে গুলশান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়। ৭টার কিছু পরে গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি করে।
তল্লাশি অভিযান শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তার কার্যালয়ে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে পারে এটা মানুষ বিশ্বাস করে না। এ তল্লাশি সরকারের পাতানো ষড়যন্ত্র। সরকার খালেদা জিয়াকে অসম্মান আর বিপর্যস্ত করতেই পুলিশ দিয়ে এ তল্লাশি চালিয়েছে। এটা গণতান্ত্রিক সভ্যতার চরম পরিপন্থী।
প্রতিক্ষণ/এডি/সাই