রোববার ১৪ দলের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের নামে নাশকতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে রোববার সারাদেশে ঘণ্টাব্যপী মানববন্ধন করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা।
দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত এক ঘণ্টা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন জোটের নেতারা।
এ কর্মসূচি সফল করতে ইতোমধ্যে সরকার দলীয় এমপি ও নেতারা নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। ক্ষমতাসীন জোটের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নিবেন মানববন্ধনে।
রাজধানীতে গাবতলী থেকে শ্যামপুর পর্যন্ত মানববন্ধন করবে নেতারা।
মহানগর আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, গাবতলী থেকে শুরু হয়ে মীরপুর টেকনিকাল মোড়, শ্যামলী, আসাদগেইট, ধানমন্ডি ২৭ নাম্বার, সায়েন্স ল্যাব, কাটাবন মোড়, শাহবাগ, মৎস ভবনের মোড়, পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট, গুলিস্তান পুরোনো সিনেমা হলের মোড়, বঙ্গভবনের সামনের মোড়, ইত্তেফাক ভবন, সায়েদাবাদ জনপথের মোড় হয়ে যাত্রাবাড়ী-শ্যামপুর পর্যন্ত পথের বিভিন্ন মোড়ে মোড়ে মানববন্ধন করা হবে। মানববন্ধন শেষে বায়তুল মোকারমের দক্ষিণ গেইট সংলগ্ন ভাসানী স্টেডিয়ামের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজধানীর প্রতিটি পয়েন্টে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে মানবন্ধনের নেতৃত্ব দিবেন।
১৪ দলের মানববন্ধন সফল করতে শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করে ছাত্রলীগ।
সভায় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ জানান, মানববন্ধন যেহেতু ১৪ দলের কর্মসূচি, তাই ১৪ দলের নেতারা যেখানে দাঁড়াবে সেখানে না দাঁড়িয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ফাঁকা স্থানে দাঁড়াবে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নিতেও নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ছাত্রলীগের সহ সভাপতি জয়দেব নন্দী, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ।
প্রতিক্ষণ /এডি/কল্পনা