রোহিঙ্গাদের দেশে ফিরতে বাধ্য করবো না: মালয়েশিয়া

প্রকাশঃ সেপ্টেম্বর ৮, ২০১৭ সময়ঃ ৬:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫২ অপরাহ্ণ

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরতে বাধ্য করবে না মালয়েশিয়া। বরং পালিয়ে আসা এসব রোহিঙ্গাকে সাময়িকভাবে স্থান দিতে প্রস্তুত তারা। মালয়েশিয়ার মেরিটাইম এজেন্সি চিফ শুক্রবার এই তথ্য জানান।

মালয়েশিয়া মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সির ডিরেক্টর জেনারেল জুলকিফলি আবু বাকার বলেন, বিগত কয়েক সপ্তাহ ধরে এখানে ভেসে এসেছে রোহিঙ্গারা। ইতোমধ্যে মালয়েশিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করেছে। আমরা শুরুতে ভেবেছিলাম তাদের প্রাথমিক কিছু সহায়তা দিয়ে আবার তাদের ফেরত পাঠিয়ে দেব। কিন্তু দিনশেষে মনে হলো মানবিকতার খাতিরেই আমরা এমনটা করতে পারবো না।

রয়টার্সে প্রকাশিত একটি খবরে জানা যায়, পালিয়ে আসা রোহিঙ্গাদের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হবে যেখানে তথ্যবিহীন বিদেশীদের রাখা হয় বলে জানান আবু বাকার।তিনি বলেন, নতুন করে সহিংসতা শুরুর পর শতশত মাইল পাড়ি দিয়ে আন্দামান সাগর হয়ে ছোট ছোট নৌকায় করে রোহিঙ্গারা মালয়েশিয়ায় উপকূলের দিকে আসতে পারে। আগে থেকেই এক লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী মালয়েশিয়ায় আশ্রয়ে রয়েছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G