রোহিঙ্গা দুর্দশা নিয়ে মাহফুজুর রহমানের কবিতা ‘আহ্বান’

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ১৮, ২০১৭ সময়ঃ ১০:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৭ অপরাহ্ণ

ইতিহাস বলছে –
দুর্বলের উপর সবলের
অমানবিক অত্যাচার
তার নাম মিয়ানমার !

নির্যাতিত রোহিঙ্গা বলছে –
নোবেল , অস্কার , পুলিৎজার
আরও বাকি আছে পৃথিবীর যত পুরস্কার
অশান্তির তরে তবে সব হয়ে যাক সুচি’র !

অর্থনৈতিক হিসাব বলছে –
ভারত , চিন , রাশিয়া সভ্য যত
রাখাইন রাজ্য ভাগ করে নেন তত
নাফ নদীতে ভাসিয়ে দিন লাশ শত !

রাজনৈতিক হিসাব বলছে –
রক্তাক্ত হয় নাফ নদী
লজ্জায় লাল হয় বিধি
ত্রাণ বিতরণ করে বদি !

মানবতা বলছে –
তাঁরা যতটা রোহিঙ্গা ; ততটাই মানুষ
মানুষ হিসেবে মানুষের আহ্বান
রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন বন্ধ করুন ।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G