র্যাব-১১ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
আজ র্যাব-১১ এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিভি উপস্থাপক ও ইভেন্ট পরিচালক ইমাম হাসান সৌরভের উপস্থাপনা ও পরিচালনায় দেশ সেরা শিল্পীরা অনুষ্ঠান মাতিয়ে রাখেন।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ১৯৭১ সালে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দেশকে অর্জন করেছি। এবং মাত্র চার দশকের মধ্যে এই বাংলাদেশ পৃথিবীর মধ্যে ৩৬ তম অর্থনৈতিক শক্তির দেশ। যেটি চিন্তাই করা যায় না। আদমজীস্থ র্যাব-১১ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।
র্যাব-১১ এর অধিনাক লেঃ কর্ণেল আনোয়ার লতিফ খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে র্যাব ডিজি বলেন, ১৯৭২ সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন বাংলাদেশের রপ্তানী আয় ছিল ৪০ মিলিয়ন ডলার। এখন আমাদের রপ্তানী আয় ৪৫ বিলিয়ন ডলার।
সাংস্কৃতিক অনুষ্ঠানে র্যাব সদস্যদের পরিবেশনা ছাড়াও ক্লোজ আপ ওয়ান তারকা রাজিব, কর্নিয়া, বাংলাদেশ আইডলের সজল, বৃষ্টি সহ আরও অনোকো ছিলেন। এছাড়া নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও শিল্পকলা একাডেমীর নৃত্যশিল্পীরা। এই সময় শিল্পীদের নান্দনিক পরিবেশনা র্যাব ও তাদের পরিবারের সদস্যদের মাতিয়ে রাখে।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ