লংগদুতে ঘটনায় দোষীদের বিচার হবে

প্রকাশঃ জুন ৫, ২০১৭ সময়ঃ ৪:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৬ অপরাহ্ণ

সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি:

খাগড়াছড়ির লংগদুতে পাহাড়িদের বাড়িতে আগুনের ঘটনায় জড়িতদের বিচার হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন।

আজ সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রুহুল আমিন বলেন, লংগদুতে ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া ঐ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসা হবে।

এ সময় তিনটিলা বৌদ্ধ বিহারে আশ্রয়রত ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিআইজি মনিরুজ্জামান, রিজিওনাল কমান্ডার মীর মুশফিকুর রহিম, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, মাইনিমুখ জোনের কমান্ডার লে. ক আব্দুল আলিম চৌধুরী।

ক্ষতিগ্রস্ত এলাকা ও তিনটিলা বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ডিআইজি মনিরুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সকলকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং অগ্নিসংযোগ ও হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G