লক্ষীছড়ি উপজেলার চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশঃ মে ৩১, ২০১৭ সময়ঃ ৪:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৩ অপরাহ্ণ

আল-মামুন, খাগড়াছড়ি প্রতনিধি:

জ্যোতি চাকমা

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্যোতি চাকমা বিরুদ্ধে দায়ের করা আগ্নেয়াস্ত্র মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে। তাই উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১-এর ১৩খ (১) ধারা অনুসারে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২ জানুয়ারি সেনাবাহিনী জ্যোতি চাকমার সরকারি বাসভবনে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় কোনো বৈধ কাগজ না থাকায় অবৈধ অস্ত্র রাখার দায়ে তাকে আটক করা হয়। পরে লক্ষীছড়ি থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G