লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ১
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দীন মোহাম্মদ জিহাদ (৩২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার ভোররাতে উপজেলার বালাইশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবক সন্ত্রাসী গোষ্ঠী ‘জিহাদ বাহিনী’র প্রধান বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর সার্কেলের এএসপি জুনায়েত কাউছার।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এতে চার পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে দাবি পুলিশের। পরে বাম পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল সত্যরঞ্জন চাকমা, মিরন কান্তি চাকমা, নূর বক্স ও আমিরুল ইসলাম।
জিহাদ সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের রাজারাম ঘোষ গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি সম্প্রতি ডাকাতিকালে গণপিটুনিতে নিহত মোসলে উদ্দিন মুন্না বাহিনীর প্রধান মুন্নার ছোট ভাই।
এএসপি জুনায়েত বলেন, জিহাদকে শুক্রবার রাতে উত্তর জয়পুর ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে রাতে পুলিশ বালাইশপুরে অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এসময় জিহাদের পায়ে গুলি লাগে। জিহাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে থানায় পাঁচটি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিক গুলিবিদ্ধ জিহাদ জানান, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মোহন নামে এক সহযোগীসহ তিনি সিএনজি অটোরিকশা যোগে নোয়াখালীর চাটখিল উপজেলার দেউলিয়া বাজার থেকে লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের রাজারাম ঘোষ গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
পথে ইট-পুকুরপাড় বাজার এলাকায় চাটখিল থানা পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় জিহাদ ও মোহনকে আটক করা হয়। রাতে তাকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় সোপর্দ করা হয়। পরে গভীর রাতে অজ্ঞাতস্থানে নিয়ে পুলিশ তাকে গুলি করে। মোহনের বিষয়ে তার জানা নেই।
প্রতিক্ষণ/এডি/জাহিদ