লঞ্চে অতিরিক্তি যাত্রী নিলে কঠোর ব্যবস্থা

প্রকাশঃ জুলাই ১২, ২০১৫ সময়ঃ ৩:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Untitledঈদে লঞ্চে অতিরিক্তি যাত্রী বহনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। ঘরমুখো যাত্রীদের নিরাপদে যাতায়াতে পুলিশ,র‌্যাবের পাশাপাশি প্রত্যেকটি নৌ-রুটে নৌ-পুলিশ দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নৌ-মন্ত্রী শাজাহান খান।

রবিবার দুপুরে মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে ঈদে যাত্রীসেবা নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি  এ কথা বলেন।

তিনি জানান, দক্ষিণাঞ্চলের যাত্রীদের উন্নত সেবা দিতে ঢাকা-বরিশাল নৌ-রুটে ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমভি মধুমতি নামের স্টিমার উদ্বোধন করবেন। এ ছাড়াও অতিরিক্ত যাত্রী চাপ হলে ফেরিতে নির্বিঘ্নে তাদের পারাপার করা হবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, নদী রক্ষা কমিটির চেয়ারম্যান আতাহারুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কালাম উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G