লতিফ সিদ্দিকীর ৭ মামলার শুনানি রোববার
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা ৭ মামলার শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার শাহা এ দিন ধার্য করেন।
এদিন মামলাগুলোর শুনানির দিন ধার্য থাকলেও লতিফের আইনজীবী মোশাররফ হোসেন কাজল শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত বছরের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির মতবিনিময় সভায় হজ, তবলিগ জামাত, হজরত মুহম্মদ (স.) সম্পর্কে সম্পর্কে কটূক্তি করায় তার বিরুদ্ধে ঢাকা কোর্টে বিভিন্ন ব্যক্তি এ ৭টি মামলা দায়ের করেন।
ওই বছরের ২৬ নভেম্বর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন লতিফ সিদ্দিকী। পরে তাকে আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রতিক্ষণ /এডি/বাবর