লতিফ সিদ্দিকী মুক্তি পেলে কারাগার ঘেরাও
নিজস্ব প্রতিবেদক :
লতিফ সিদ্দিকীকে মুক্তি দেয়া হলে কারাগার ঘেরাও এবং লাগাতার হরতালের হুঁশিয়ারি দিয়েছে সম্মিলিত ইসলামী দলের নেতারা।
শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে লতিফ সিদ্দিকীকে সাত মামলায় জামিন দেয়ার প্রতিবাদে সম্মিলিত ইসলামী দলগুলো এ হুঁশিয়ারি দেয়।
সংক্ষিপ্ত সমাবেশে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ‘ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ্ব এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর ও নিকৃষ্ট মন্তব্য করে মুরতাদ মন্ত্রী লতিফ সিদ্দিকী ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তাকে জামিন দিয়ে মুক্তি দেয়ার চক্রান্ত করলে দেশে প্রতিবাদের আগুন জ্বলে উঠবে। মুরতাদের আশ্রয় জেলখানা ছাড়া আর কোথাও হবে না। লতিফ সিদ্দিকী ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদের দালাল বলে আখ্যায়িত করেন তিনি।
ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে এবং নগর সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, নগর সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/নুর