লন্ডনে ফের সন্ত্রাসী হামলায় নিহত ৬
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ব্যস্ততম লন্ডন ব্রিজ ও নিকটবর্তী বারা বাজারে হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে তিনজন হামলাকারীও রয়েছে। পুলিশের গুলিতে হামলাকারীদের মৃত্যু হয়েছে।
পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টার দিকে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে একটি ভ্যান চালিয়ে দেয় তিন হামলাকারী। এর পরপরই তারা নিকটবর্তী বারা মার্কেট এলাকায় ছুরি হাতে সাধারণ মানুষের ওপর হামলা চালায়।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, এই হামলায় কমপক্ষে ৩০জন আহত হয়েছেন। তারা লন্ডন ব্রিজ ও বারা মার্কেটের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে এই হামলাকে ‘ভয়ঙ্কর ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। নির্বাচনী প্রচার স্থগিত রেখে নিরাপত্তা বিষয়ক কোবরা কমিটির জরুরি বৈঠকে বসছেন তিনি।
এদিকে ব্রিটেনে নির্বাচনের বাকি আর মাত্র চারদিন। এই মুহূর্তে লন্ডনে হামলায় উদ্বেগ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘যুক্তরাজ্যে যাই ঘটুক, আমরা তাদের পাশে আছি। সৃষ্টিকর্তা আপনাদের রক্ষা করবে।’
প্রসঙ্গত, লন্ডনের ম্যানচেস্টারে হামলায় দুই সপ্তাহ না পেরোতেই আবার রক্তাক্ত হলো লন্ডন। মার্কিন গায়িকা আরিয়ানার কনসার্টে হামলার ঘটনায় ২২ জনের মৃত্যু হয়।
প্রতিক্ষণ/এডি/সাই