লাইভ সম্প্রচারে দুই সাংবাদিককে হত্যা (ভিডিও সহ)

প্রকাশঃ আগস্ট ২৭, ২০১৫ সময়ঃ ৮:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

2 sangbadikযুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে টেলিভিশনে সরাসরি অনুষ্ঠান চলাকালীন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন দুই সাংবাদিক। নিহতরা হলেন প্রতিবেদক এলিসন পার্কার (২৪) এবং ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড (২৭)। তারা দুজনে ডব্লিউডিবিজে-টিভিতে কর্মরত ছিলেন।

সিবিএস নিউজ এবং বিবিসি জানিয়েছে, বুধবার সকালে ভার্জিনিয়ার মন্টেনার ব্রিজওয়াটার প্লাজার কাছে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এলিসন পার্কার ও অ্যাডাম ওয়ার্ড নিহত হন। পুলিশ এখনো সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি। এখনো উদঘাটিত হয়নি হামলার কারণ। এ ঘটনায় পুলিশ হামলাকারীদের খুঁজতে তদন্ত শুরু করে দিয়েছে।

ডব্লিউডিবিজে-টিভির স্টেশন ম্যানেজার জেফ মার্কস বলেন, ‘সকাল পৌনে ৭টার দিকে আউটডোরে একটি অনুষ্ঠানের লাইভ চলছিল। হঠাৎ আমরা গুলি এবং চিৎকার শুনতে পাই। এরপর সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।’

https://www.youtube.com/watch?v=j9Ok708DCbs

 

https://www.youtube.com/watch?v=toejyW8M8d0

প্রতিক্ষন/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G