লাখো মানুষের ভালবাসায় সিক্ত হলো টাইগাররা

প্রথম প্রকাশঃ এপ্রিল ১১, ২০১৫ সময়ঃ ৭:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

news_imgসফল বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে টাইগাররা। পুরো দলকে একসাথে জমকালো সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ শনিবার বেলা আড়াইটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ব্যান্ডসংগীতের মাধ্যমে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে টাইগারদের নিয়ে মেতে উঠেন লাখো ক্রিকেট অনুরাগী, যেন বাংলাদেশ বিশ্বকাপ জয় করেই ফিরেছে।

বিকেল সাড়ে ৪টার দিকে ক্রিকেটাররা দলের গাড়িতে করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন আবাহনী ক্লাবের সভাপতি ও দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সালমান এফ রহমান।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসতে পারেননি। তার স্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানে মঞ্চে পরিবেশিত হয়েছে নানাবিধ অনুষ্ঠান। ব্যান্ড সংগীত পরিবেশন করেছে মাইলস, ওয়ারফেজ, অর্থহীন, ক্রিপটিক ফেট ও নেমেসিস।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G