লিপস্টিক ট্রেন্ড

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৩ পূর্বাহ্ণ

তাজিন আক্তার, প্রতিক্ষণ ডট কম

 SAMSUNG CAMERA PICTURESপ্রাচীন মিসরের নারীরা ব্যবহার করতেন লিপস্টিক। এর উদ্ভবও তাদের হাতে। পরবর্তী সময়ে মধ্যযুগীয় ইউরোপ সারাবিশ্বের কাছে লিপস্টিককে পরিচয় করিয়ে দিয়েছিল।

সূচনা যেভাবেই হোক না কেন, ফ্যাশন আর স্টাইলে লিপস্টিকের জুড়ি নেই। লিপস্টিকের ব্যবহার হয় বিশ্বব্যাপী। এখন লিপগ্গ্নসের ব্যবহার দেখা যায়। স্বচ্ছ এই লিপস্টিক ঠোঁটকে অনেক ন্যাচারাল লুক দেয়।

 লাল এমন একটি রঙ, যা সবকিছুর সঙ্গেই মানিয়ে যায়।সময় যাই চলুক না কেন, লাল লিপস্টিক সব সময় থাকে।

গত বছরে  চলছিল লাল, কমলা আর গোলাপির মতো উজ্জ্বল রঙগুলো।  এগুলোর পাশাপাশি এখন চলছে ব্রাউন, মেরুন, কফি টোনের লিপস্টিক।

কিছুদিন আগেও পিংক লিপ খুব জনপ্রিয় ছিল। তবে এখন পিংকের জায়গায় ব্রাউন স্থান করে নিয়েছে।

আর এখন দেখা যায় বেরি শেডের লিপস্টিক। অর্থাৎ বেরি-জাতীয় ফলগুলোর রং যেমন বেগুনি, গাঢ় লাল ইত্যাদি রঙের নানা শেড। কিন্তু সবকিছু ছাপিয়ে হঠাৎ করেই পশ্চিমা মডেল কাইলি জেনার ও কেনডেল জেনারের ন্যুড লিপ এখনকার সর্বাপেক্ষা আলোচিত লিপস্টিক ট্রেন্ড। গাঢ় রংগুলো তো চলছেই, তবে সাজতে পছন্দ করেন এমন সবাই সংগ্রহে রাখছেন ত্বকের সঙ্গে মানানসই ন্যুড রঙের লিপস্টিক।
nadylipstick 1 কাইলি জেনার একা নন, টেইলর সুইফট, জেসিকা অ্যালবা, কিম কারদাশিয়ান, জেনিফার লোপেজ এবং আরও তারকার এখনকার সাজে দেখা যাবে ন্যুড লিপস্টিকের নতুন অধ্যায়। মূলত নব্বই দশকের চল হলেও মেকআপে এটি পেয়ে গেছে ‘ক্লাসিক’ মর্যাদা।

কেননা, ন্যুড লিপ যেমন যেকোনো পোশাক, সময় ও বয়সভেদে মানানসই ঠিক তেমনি বর্ণ-নির্বিশেষে যেকোনো সাজের সঙ্গেও মানানসই।তাই ন্যুড লিপ এখনকার সবচেয়ে আলোড়িত ট্রেন্ড।

 ন্যুড লিপস্টিক মানে কিন্তু একটা রঙ নয়। এর মধ্যে রয়েছে রঙের ভিন্নতা। গোলাপি, লালচে, বাদামি, পিচ, কফি ইত্যাদি নানা রঙের আভায় ন্যুড লিপস্টিক অগণিত।

পরামর্শ : লিপস্টিকের অনেক ব্র্যান্ড রয়েছে। জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে আছে ম্যাক, লরিয়েল, রেভলন, জর্ডানা, ল্যাকমি, জ্যাকলিন, ফ্লোরমার, গোল্ডেন রোজ, মেবলিন ইত্যাদি।

ব্র্যান্ডের মতোই গুরুত্বপূর্ণ আপনার গায়ের রঙের সঙ্গে বা আপনার মুখের সঙ্গে কোন লিপস্টিক মানানসই, তা বেছে নিতে পারা। লিপস্টিক বাছাই করার আগে ত্বকের রঙের দিকে খেয়াল রাখুন। আপনি কি খুব ফর্সা নাকি হলুদাভ? আপনার গায়ের রঙ যদি খুব ফর্সা হয়, তাহলে হালকা গোলাপি টোনের লিপস্টিক বেছে নিন।

রেড এবং যে কোনো গাঢ় রঙের লিপস্টিক ফর্সা ত্বকের জন্য অসাধারণ। আপনার ত্বকের রঙ হলুদাভ হলে উষ্ণ বাদামি, কোরাল আর পিচ রঙগুলো খুব সহজেই মানিয়ে যাবে।

makeup জলপাই বর্ণের ত্বকের জন্য লাইট পিংক, অরেঞ্জ, ক্যারামেল শেডের লিপস্টিকগুলো মানানসই।

আর গাঢ় বর্ণের ত্বকের সঙ্গে ব্রোঞ্জ, ডিপ প্লাম, বেরি, ক্যারামেল শেডের লিপস্টিক মানিয়ে যায়।

ন্যুড লিপস্টিক পরার পর যদি আপনার সাজ খুব ফ্যাকাসে লাগে, তাহলে বুঝবেন আপনার শেডটি ত্বকের রঙের চেয়ে বেশি হালকা।

সে ক্ষেত্রে ত্বকের রঙের চেয়ে ডিপ লিপস্টিক বাছাই করুন।

ঠোঁটের রঙের সঙ্গে অথবা লিপস্টিকের রঙের সঙ্গে মিলিয়ে লিপ লাইনার পরুন, তারপর পছন্দের লিপস্টিকটি দিন।

এতে যেমন লিপস্টিকের স্থায়িত্ব বাড়বে তেমনি আপনার ঠোঁটের রং আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
লিপগ্লসের ব্যবহারে একেবারে অনভ্যস্ত না হলে একটু গ্লসের ছোঁয়া লাগিয়ে নিতে ভুলবেন না।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G