লিবিয়ার আইএস প্রধান নিহত

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০১৫ সময়ঃ ১০:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ISলিবিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএসের প্রধান নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। শুক্রবার আবু নাবিল নামে আইএসের সেই প্রধানকে লক্ষ্য করে লিবিয়ার দের্না শহরে হামলা করা হয় বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।

আবু নাবিল ওরফে উইসাম নাজম আব্দ জায়েদ আল জুবায়েদি এক সময় সক্রিয় আলকায়েদা নেতা ছিল। পরে তাকে লিবিয়ায় আইএসের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। এই বছর ফেব্রুয়ারিতে প্রকাশিত লিবিয়ায় খ্রিষ্টান হত্যার ভিডিওতে মুখোশধারী ব্যক্তিই নাবিল বলে ধারণ করা হচ্ছে। পেন্টাগনের বক্তব্য নাবিলের মৃত্যুতে লিবিয়ায় আইএসের কার্যক্রমের উপর ব্যাপক প্রভাব পড়বে।

নাবিল সদস্য সংগ্রহসহ পশ্চিমা দেশগুলোতে হামলার মূল পরিকল্পনা করত বলেও জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র পিটার কুক। প্যারিসে আইএসের হামলার আগেই নাবিলের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে পেন্টাগন। এই প্রথম লিবিয়াতে কোনো আইএস নেতাকে লক্ষ্য করে হামলা করা হয়।

গত বছর আইএসের উত্থানের পর লিবিয়ার দের্না শহর দখল করে নেয় জঙ্গিরা। তবে জুলাইতে দের্না শহরকে তাদের দখলমুক্ত করার দাবি করে সেখানকার স্থানীয় ইসলামপন্থীরা।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G