লিবিয়ায় গুলিতে চার বাংলাদেশি নিহত
লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহী বাহিনীর সংঘর্ষ চলাকালে চার বাংলাদেশি নিহত হয়েছে। আজ এই দুর্ঘটনা ঘটে বলে তথ্যটি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম । রবিবার দুপুরে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে শাহরিয়ার আলম লিখেছেন, “গভীর দুঃখের সাথে জানাচ্ছি, চারজন বাংলাদেশি লিবিয়ার বেনগাজীতে বিবাদমান দুই পক্ষের গোলাগুলিতে আজকে নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) নিহতরা হলেন- ময়মনসিংহের হুমায়ন কবির, রাজবাড়ীর জসিম উদ্দিন, মো. হাসান এবং আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। প্রতিমন্ত্রী আরও বলেন, “ত্রিপোলিতে আমাদের অ্যাম্বেসি প্রয়োজনীয় কাজগুলো করছে।”
লিবিয়ার দীর্ঘদিনের একনায়ক মুয়াম্মাম গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে চলছে চরম বিশৃঙ্খলা। প্রতিদিনই সেখানে ঝরছে প্রাণ। গতকাল শুক্রবার আএস জঙ্গিরা ত্রিপোলির একটি বাজার থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে দেশে তাদের স্বজনদের কাছে খবর এসেছে। তারা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গরগাও গ্রামের আব্বাস আলীর ছেলে আসাদুজ্জামান রাসেল (২৪) ও মুন্সীগঞ্জের রিপন (২২)।