লিবিয়ায় হামলার দায় স্বীকার আইএসের
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
লিবিয়ার বেনগাজিতে গত মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় সাতজন নিহতের ঘটনার দায় স্বীকার করেছে আইএস (ইসলামিক স্টেট)।
দেশটিতে যুদ্ধ বন্ধে জাতিসংঘের ছয় দফা প্রস্তাব ঘোষণার কয়েক ঘণ্টা পরই এ ঘটনা ঘটে।
বেনগাজির সামরিক ঘাঁটির এক মুখপাত্র নাসের আল-হাসি জানান, আইএস সদস্যদের লক্ষ্য করে সামরিক বাহিনীর বিমান হামলার জবাবে ওই হামলা চালিয়েছে তারা।
সেনা কর্মকর্তারা জানান, লিথি জেলার একটি সামরিক নিরাপত্তাচৌকির ভেতরে বিস্ফোরকবোঝাই একটি কার নিয়ে প্রবেশ করে আইএস যোদ্ধারা। এ সময় বোমা বিস্ফোরণে পাঁচ সৈন্য ও দুই বেসামরিক নাগরিক নিহত হন।
বেনগাজিতে আইএস সদস্যদের সঙ্গে সামরিক বাহিনীর নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটছে। আইএসের চালানো বোমা হামলার দিনই একটি আবাসিক ভবনে রকেট হামলায় ১৭ বছর বয়সী এক কিশোরী ও অপর এক ব্যক্তি নিহত হয়েছেন।
এর আগে গত সোমবার শহরটিতে আনসার আল-শরিয়ার জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ আল-আরিবি নিহত হন। সুত্র: আলজাজিরার।
প্রতিক্ষণ/এডি/কেয়া