লিবিয়ায় হামলার দায় স্বীকার আইএসের

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৯:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৭ অপরাহ্ণ

libia blastলিবিয়ায় বিধ্বংসী গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

এক প্রতিবেদনে শনিবার এ খবর দিয়েছে আলজাজিরা।

খবরে বলা হয়, চরমপন্থী সশস্ত্র গ্রুপ আইএস যে সিরিয়া ও ইরাকের বাইরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে, লিবিয়ায় হামলার মধ্য দিয়ে তারা সেটাই প্রমাণ করল।

লিবিয়ায় তাদের নতুন শাখার ওপর ক’দিন আগে মিসরীয় বিমান হামলার প্রতিবাদে এ হামলা করেছে আইএস।

তবে আইএস দাবি করেছে, কুব্বাহে তারা দুটো হামলা চালিয়েছে। কিন্তু লিবীয় সরকার বলছে, কুব্বাহে তিনটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, লিবিয়ার কুব্বাহ শহরে শুক্রবার ওই আত্মঘাতী হামলায় অন্তত ৪০ জন নিহত হন। নিহতদের স্মরণে কুব্বাহে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে। সংসদীয় স্পিকার আগুইলা সালেহ শুক্রবারই এ ঘোষণা দেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G