২১ খ্রিস্টানের শিরশ্ছেদ করলো আইএস
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম
লিবিয়া থেকে অপহৃত ২১ মিশরীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে শিরশ্ছেদের দাবি করেছে ইসলামিক স্টেটস (আইএস)।
রোববার রাতে ইন্টারনেটে এক ভিডিও প্রকাশ করে এ দাবি করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, কালো পোশাক পরিহিত যোদ্ধারা কমলা রঙের পোশাক পরিহিত হাতকড়া পরানো ২১ মিশরীয় খ্রিস্টান নাগরিককে গলা কেটে হত্যা করার দৃশ্য ভিডিওতে প্রকাশ করেছে সংগঠনটি।
তারা দাবি করেছে, এ ২১ জনকে হত্যার মাধ্যমে মিশরীয় খ্রিস্টানদের হাতে মুসলিম নারীদের অপমানের বদলা নেওয়া হয়েছে।
এ বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আব্দুর ফাত্তাহ আল সিসি তীব্র নিন্দা জানিয়েছেন এবং মিশরীয় নাগরিকদের বিদেশ ভ্রমনে সতর্কতা জারি করেছেন।
গত জানুয়ারি মাসে আইএসের লিবিয়া শাখা এই ২১ জনকে অপহরণ করে।- বিবিসি, রয়টার্স।