লুমিয়া স্মার্টফোনের জন্য উইন্ডোজ ১০
আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনের জন্য উইন্ডোজ ১০ প্রিভিউ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ফলে এখনব্যবহারকারীরা চাইলে তাদের তাঁদের লুমিয়া স্মার্টফোনেই পরখ করতে পারবেন উইন্ডোজ ১০।
এখন পর্যন্ত মাইক্রোসফট বেশ কয়েকটি উইন্ডোজ ১০ প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করলেও সেগুলো কেবলমাত্র কম্পিউটারের জন্য ছিল। স্মার্টফোনের জন্য এটিই প্রথম উইন্ডোজ ১০ প্রিভিউ।
মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০ প্রিভিউ ব্যবহার করা যাবে লুমিয়া ৬৩০, লুমিয়া ৬৩৫, লুমিয়া ৬৩৬, লুমিয়া ৬৩৮, লুমিয়া ৭৩০ এবং লুমিয়া ৮৩০-এ। এই প্রিভিউটি ইন্সটল করতে চাইলে ফোনে কমপক্ষে ৮ গিগাবাইট জায়গা ফাঁকা থাকতে হবে।
প্রিভিউটি ইন্সটল করতে হলে মাইক্রোসফট অ্যাপ স্টোর থেকে উইন্ডোজ ইনসাইডার অ্যাপটি ইন্সটল করতে হবে। যদিও এই অ্যাপটি এতোদিন কেবলমাত্র মাইক্রোসফটের কর্মীদের জন্যই ছিল, তবে মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে এটি সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করলো।
মাইক্রোসফট আরও জানিয়েছে, পরবর্তীতে উইন্ডোজ ১০ এর কোন প্রিভিউ উন্মুক্ত করা হলে সেটি ওটিএ বা ‘ওভার দ্য এয়ার’ প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল করা যাবে।
প্রতিক্ষণ/এডি/জয়