লেখাপড়া: অনুচ্ছেদটি পড়ে ১০টি প্রশ্নের উত্তর দাও

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৫, ২০১৬ সময়ঃ ৬:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৯ অপরাহ্ণ

শারমিন আকতার

naz-1নিচের অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:

কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তাঁর লেখা ও সুর করা গানকে আমরা নজরুল সংগীত বলি। তিনি অনেক কবিতাও লিখেছেন। তাঁর লেখা একটি কবিতার নাম ‘বিদ্রোহী’। এই কবিতা প্রকাশের  পর তাঁকে সবাই বিদ্রোহী কবি বলেও ডাকতেন। মাত্র তেতাল্লিশ বছর  বয়সে তিনি অসুস্থ হয়ে পড়েন। মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ার পর থেকে তিনি আর কখনও  কথা বলতে পারতেন না। এত অল্প সময়েই শেষ হয়ে গেল তাঁর সাহিত্য রচনা। কাজী নজরুল ইসলাম অন্যায় দেখলেই  প্রতিবাদ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। সাংবাদিকতা, সাতিহ্য রচনা, যুদ্ধে অংশগ্রহণ, চলচ্চিত্রে অভিনয়, লেটো দলে যোগ দেওয়াসহ অনেক অভিজ্ঞতা যোগ হয়েছে তাঁর এই সংক্ষিপ্ত  জীবনে। ১৯৭৬ সালে তিনি ঢাকায় মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই কাজী নজরুল ইসলামকে কবর দেওয়া হয়। 

প্রশ্ন: ১) আমাদের জাতীয় কবির নাম কী ?

 ২) তাঁর  লেখা ও সুর করা গানকে আমরা কী বলি ?        

 ৩) কত বছর বয়সে তিনি অসুস্থ হয়ে পড়েন ?        

 ৪) এই বিদ্রোহী কবি  কত সালে মারা যান ?

 ৫) কোন বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাঁকে কবর দেওয়া হয় ?  

৬. তিনি কততম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন?

৭.  ১৯৪৩ সালে তাঁর কী হয়েছিল?

৮. কখন থেকে তিনি আর সাহিত্য রচনা করতে পারেননি?

৯. কেন তিনি সাহিত্য রচনা করতে পারেননি?

১০. তোমার চোখে তিনি কেমন মানুষ ছিলেন?

========

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G