লেখাপড়া: অনুচ্ছেদটি পড়ে ৮টি প্রশ্নের উত্তর দাও

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৬ সময়ঃ ১২:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৯ পূর্বাহ্ণ

শারমিন আকতার

1460890009

নিচের অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে তারপর প্রশ্নগুলোর উত্তর লিখ:

‘সুস্থ শরীর সুস্থ মন, সবার জন্য প্রয়োজন।’ এই কথাটি মনে রেখে শুরু করো তোমার নতুন বছর। তোমার প্রিয় খাবার নিশ্চয় বার্গার-স্যান্ডউইচ-নাগেট-হটডগ, তাই না? এগুলো হলো ‘ফাস্ট ফুড’;মানে ‘দ্রুত খাবার’। যদি সুস্থ থাকতে চাও তাহলে প্রতিদিন এ খাবার খেওনা। প্যাকেটের জুস আর রং মেশানো সফ্ট ড্রিংকস এগুলো ধীরে ধীরে আমাদের শরীরের প্রতিটি অঙ্গকে নষ্ট করে দেয়। এছাড়া কৃত্রিম কম্পিউটারে বসো কিংবা টেলিভিশনই দেখো তবে এক ঘণ্টার বেশি নয়। এদুটো তোমার চোখ, ঘাড় এবং রক্ত চলাচলে বাধার সৃষ্টি করবে যদি তুমি অনেকক্ষণ ধরে এ কাজে ব্যস্ত থাকো। কথায় আছে ‘দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না।’ তাহলে কি দাঁত নষ্ট হওয়ার পর বুঝবে? তাই ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার চেয়ে ঘুমোতে যাবার আগে ব্রাশ করাটা সবচেয়ে জরুরী;যদি দাঁত ঠিক রাখতে চাও। হাঁচি দিয়ে কিংবা বাথরুম থেকে বের হয়ে ভালো করে হাত ধুতে হবে। নিয়মের কথা শুনলে অনেকে খুব বিরক্ত হও। তবে বুদ্ধিমানেরা খুশি হয়। কারণ কোনো কিছু জানা থাকলে ভুল করার সম্ভাবনা কম থাকে। আগে থেকে সতর্ক হওয়া যায়। আম্মু বলে এটা কর, ওটা  কর, এটা করো না, ওটা করো না। তাতে রাগ না করে যারা আম্মুর কথা শোনে তাদের সবাই ভালবাসে। তুমি কি চাও না তোমাকে সবাই ভালবাসুক?   

প্রশ্ন:

১.কোন কথাটি মনে রেখে নতুন বছর শুরু করা দরকার?

২. বার্গার-স্যান্ডউইচ-নাগেট-হটডগ এগুলো মানে কী?

৩. কোন জিনিস আমাদের শরীরের প্রতিটি অঙ্গকে ধীরে ধীরে নষ্ট করে দেয়?

৪.কখন ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে?

৫. দাঁত ঠিক রাখতে হলে ঘুমোতে যাবার আগে কী করা উচিত?

৬.  বুদ্ধমানেরা সবসময় কী করে?

৭. তোমার কাছে নিয়ম মেনে চলতে বেশি ভালো লাগে নাকি অনিয়মের মধ্যে থাকতে বেশি ভালো লাগে?

৮. কেন নিয়মের মধ্যে থাকতে ভালো লাগে কিংবা অনিয়মের মধ্যে থাকতে বেশি ভালো লাগে?

=========

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G