লেখালেখিতে টিমওয়ার্কের প্রশিক্ষণ
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
সংবাদপত্রের পাতায় উঠে আসা সংবাদ, নিবন্ধ কিংবা গল্প, উপন্যাস, প্রবন্ধ যাই হোক না কেন, লেখালেখিরও ব্যাকরণ রয়েছে। লিখতে হলে জানতে হবে সেই ব্যাকরণ। তারও আগে শিখতে হবে লেখার নিয়ম এবং কৌশল। এই কাজটিই প্রশিক্ষণের মাধ্যমে করাতে চাইছে টিমওয়ার্ক।
সৃজনশীল লেখালেখির ক্ষেত্রে পেশাদারিত্ব সৃষ্টি ও দেশে পেশাদার লেখক তৈরির লক্ষ্য নিয়ে টিমওয়ার্ক বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করেছে ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালা চলবে এক মাস। ক্লাস নেবেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ-অধ্যাপক ও লেখকগণ। সপ্তাহের শুক্র ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে।
টিমওয়ার্কের প্রধান সমন্বয়কারী খন্দকার মনিরুল ইসলাম বলেন, ‘লেখালেখিকে পেশা হিসেবে গ্রহণ করার সময় আসছে। ইতোমধ্যেই দেশে সাংবাদিকতা পেশার প্রসার ঘটেছে। ফলে জেনে বুঝে প্রশিক্ষণ নিয়েই এই জায়গায় আসতে হবে। আমরা এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শুধু তরুণ লেখকদেরই নয়, ভালো লাগার জায়গা থেকেও যারা লেখক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের সহযোগিতা করতে চাই।’
আগামী ৫ জুন শুরু হবে কর্মশালার প্রথম ব্যাচ। এখন রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে হবে ০১৯৬৭ ৪০৪০৪০ নম্বরে। ব্যাচ শেষে সেরাদের জন্য থাকছে বই প্রকাশনা, সাময়িকী সম্পাদনাসহ বিশেষ সুযোগ!