লেজার প্রযুক্তির মাধ্যমে ফ্রি ইন্টারনেট
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
ফেসবুক ডট অর্গ সারা পৃথিবীতে ফ্রি ইন্টারনেট ছড়িয়ে দেয়ার জন্য উদ্ভাবন করেছে লেজার বিম প্রযুক্তি। এই লেজার প্রযুক্তির মাধ্যমে ড্রোন এবং স্যাটেলাইটের সহায়তায় ভূপৃষ্ঠে ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করা হবে।এ প্রযুক্তির মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট ছড়িয়ে দেয়া যাবে বিস্তীর্ণ এলাকায়।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন এ লেজার প্রযুক্তির কথা।
তিনি জানান, ড্রোন এবং স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ডট অর্গের প্রকল্পের আওতায় পৃথিবীর ১০০ কোটি মানুষকে সংযুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
ইন্টারনেট কমিউনিকেশনের জন্য এ ধরনের লেসার বিমের ব্যবহার এই প্রথম।এই উদ্যোগের অংশ হিসেবে তারা পরীক্ষাগারে ইন্টারনেট নেটওয়ার্ক সরবরাহ করার জন্য লেসার বিম উদ্ভাবন করেছেন।
জাকারবার্গ জানান, যারা ফেসবুকের ওয়ারলেস নেটওয়ার্কের বাইরে রয়েছে তাদের জন্য লেসার কমিউনিকেশন সিস্টেম উদ্ভাবন করা হয়েছে। এই লেসার বিমের মাধ্যমে স্যাটেলাইট থেকে ভূপৃষ্ঠে ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করা হবে।
বর্তমানে ১১টি দেশের ১০০কোটি মানুষ ফেসবুক ডট অর্গের বিনামূল্যের ইন্টারনেটের আওতায় এসেছে।
প্রতিক্ষণ/এডি/জুয়েল