লেনদেনের শুরুতে সূচক কমছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৭২৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১০৯ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ১৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১১ পয়েন্ট কমে ৮ হাজার ৭১১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৩৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৩ পয়েন্ট কমে ১৪ হাজার ২৮২ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।
প্রতিক্ষণ/এডি/হাসান